আগরতলা,১১ আগস্ট : অতিসত্বর ফলাফল প্রকাশ এবং নিয়োগের দাবিতে ফের শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন এস টি জি টি চাকুরী প্রত্যাশীরা।
তাঁদের অভিযোগ, ২০২২ সালে এসটিজিটি পরীক্ষায় হয়েছিল।কিন্তু এখনো পর্যন্ত ফলাফল প্রকাশও করছে না এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে না টিআরবিটি।এ বিষয়ে দীঘকয়েক মাস যাবৎ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যন্য মন্ত্রীর দরজায় কড়া নাড়লেও তাদের দাবি পূরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অতিসত্বর তাঁদের দাবি পূরণ করা না হলে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুশিয়ারী দিয়েছেন তাঁরা।