বিজেপি গণতন্ত্রকে দমন করতে চায় ও সংবিধান অনুযায়ী কাজ করতে চায় না : খাড়গে

নয়াদিল্লি, ১১ আগস্ট (হি.স.): লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে সাসপেন্ড করায় ক্ষোভে ফেটে পড়ল ”ইন্ডিয়া” জোট। শুক্রবার লোকসভার অধিবেশন বয়কট করলেন ইন্ডিয়া জোটের সাংসদরা। বিরোধীদের বিক্ষোভের নেতৃত্ব দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সংসদ চত্বরে আমেদবকের মূর্তির পাদদেশে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন।

রাজ্যসভার দলনেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “তাঁরা গণতন্ত্রকে দমন করতে চায় এবং সংবিধান অনুযায়ী কাজ করতে চায় না। সেজন্য আমরা সবাই এখানে প্রতিবাদ করছি। আমরা তাদের অবৈধ কাজের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব…গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে সংসদের ভিতরে ও বাইরে লড়াই করব।”