আগরতলা,১১ আগস্ট: বাণিজ্যিকভাবে কিভাবে বেশি পরিমাণে মাশরুম উৎপাদন করা যায় এবং বাজারজাত করে আত্মনির্ভর হওয়া যায়, সেই লক্ষ্যেই কাজ শুরু করেছে সরকার।আজ নাগিছড়ায়, হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্সে উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করে একথা বলেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ।
এদিন তিনি বলেন,আজ বাণিজ্যিকভাবে মাশরুম উৎপাদনের উপর প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। অত্যন্ত কম পুঁজিতে দ্রুত বিক্রয় যোগ্য উৎপাদন ক্ষেত্রে মাশরুম চাষ এক উল্ল্যেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করে বলেন তিনি।

