আগরতলা,১০ আগস্ট: ১৫ আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে ঘরে ঘরে তিরঙ্গা উত্তোলনের আহ্বান জানিয়ে সি আর পি এফের আলফা ১২৪ নম্বর ব্যাটেলিয়ান বৃহস্পতিবার রাজপথে এক কমসূচি পালন করেন।
এদিন সি আর পি এফ বাহিনী এই কমসূচির মাধ্যমে দেশের সাধারণ জনগণকে স্বাধীনতা দিবস উপলক্ষে ঘরে ঘরে তিরঙ্গা উত্তোলনের জন্য আহ্বান জানিয়েছেন।