ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট।।
তিনদিনব্যাপী রাজ্য রেটিং দাবা শুরু আগামীকাল থেকে। এন এস আর সি সি-র দাবা হলঘরে হবে আসর। রাজ্য দাবা সংস্থার উদ্যোগে। মোট ৯ রাউন্ডের হবে খেলা। প্রথম দিন হবে ৩ রাউন্ডের খেলা। আসরের সেরা দাবাড়ু পাবেন ৬ হাজার টাকা সহ সুদৃশ্য ট্রফি। আসরের মোট প্রাইজমানি ৩৮ হাজার টাকা। আসরের প্রথম ১২ স্থানাধিকারী দাবাড়ুকে প্রাইজমানি দেওয়া হবে। এছাড়া অনূর্ধ্ব-৭, ৯, ১১, ১৩ এবং ১৫ বিভাগের প্রথম ৩ স্থানাধিকারী দাবাড়ুকে পুরস্কৃত করা হবে। ৬০ জন দাবাড়ু আসরে অংশ নিয়েছে। উদ্যোক্তাদের আশা আরও বেশ কয়েকজন দাবাড়ু অংশ নেবে। খেলা পরিচালনা করবেন আন্তর্জাতিক আরবিটর অনুপম ভট্টাচার্য।
2023-08-10