স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত স্ত্রী

আগরতলা,৯ আগস্ট: বুধবার কের চৌমুহনী এলাকায় ধারালো টাক্কাল দিয়ে কুপিয়ে স্ত্রীকে গুরুতর আহত করে স্বামী। ঘটনার বিবরনে জানা যায়,আজ থেকে চার বছর আগে বড়দোয়ালী এলাকার বাসিন্দা অমিত সাহা ভালোবেসে বিয়ে করেন শিউলি সরকারকে। কিন্তু বিয়ের পর থেকেই গৃহবধূ শিউলি সরকারকে প্রতিনিয়ত শারীরিক এবং মানসিক নির্যাতনের পাশাপাশি মারধোর করতো গৃহবধূর স্বামী অমিত সাহা। আজ থেকে কিছুদিন আগে গৃহবধূকে মারধর করা হয় বলে অভিযোগ। পরে এলাকাবাসী ঘটনার প্রতিবাদ জানিয়ে গৃহবধূর স্বামীকে মারধর করে গৃহবধূকে তার বাপের বাড়ির লোকজনদের হাতে তুলে দেন। তারপর থেকেই গৃহবধূ বাপের বাড়িতে বসবাস শুরু করে।এদিকে বুধবার নিজ বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে যাওয়ার সময় কের চৌমুহনী এলাকায় গৃহবধূকে ধারালো টাক্কাল দিয়ে মাথার মধ্যে বেশ কয়েকটি আঘাত করে গৃহবধূর স্বামী অমিত সাহা। এতেই রক্তাক্ত হন গৃহবধূ শিউলি সরকার। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ছুটে আসে পুলিশ এবং রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে জিবিপি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। গৃহবধূর মা জানান গৃহবধূর স্বামী অমিত সাহা বিরুদ্ধে থানাতে একটি মামলা দায়ের করবেন  তিনি। ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান গৃহবধূর স্বামী অমিত সাহা। দিন দুপুরে এধরনের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *