ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট।। বৈঠক হয়েছে। যুযুধান দুই গোষ্ঠীই বৈঠকে উপস্থিত ছিলেন। বিভিন্ন মহলে বৈঠকের বৈধতা নিয়ে প্রশ্ন এখনও বিদ্যমান। তবে এটা ঠিক যে, জট কাটাতে উচ্চ আদালতের নির্দেশ মেনে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের এস জি এম তথা স্পেশাল জেনারেল মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে একমঞ্চে উপস্থিত ছিলেন দুইপন্থীর কর্মকর্তারা-ই। টিসিএ-র স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েই আলোচনা হয়েছে। মোটকথা, উচ্চ আদালতের নির্দেশে কলঙ্কিত ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের কিছুটা হলেও জট কাটলো বলা চলে। বৈঠকের বৈধতা গ্রহণযোগ্যতার বিষয় নিয়ে ভিন্ন জনে ভিন্নমত রয়েছে। তবে যুযুধান দুই গোষ্ঠীর ঠান্ডা লড়াইয়ে গত প্রায় তিন সপ্তাহ ধরে সংবাদ শিরোনামে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। এর জল গড়ায় উচ্চ আদালত পর্যন্ত। এবং উচ্চ আদালতের নির্দেশ মেনেই বুধবার বেলা বারোটায় ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন পরিচালিত এমবিবি স্টেডিয়াম ক্লাব হাউসে জেনারেল বডির মিটিং অনুষ্ঠিত হয়। আলোচনা হয় উপস্থিত সদস্যদের মধ্যে। বৈঠক শেষে টিসিএ-র সভাপতি তপন লোধ জানান গত তিন আগস্ট উচ্চ আদালতে অনুষ্ঠিত সম্মিলিত বৈঠকে মহামান্য বিচারপতি নির্দেশ দেন জেনারেল বডির মিটিং ডাকার জন্য। উচ্চ আদালতের নির্দেশ মেনে সভাপতির অনুমতিক্রমে যুগ্ম সচিব বৈঠক আহ্বান করেন। টিসিএস-র সভাপতি ও সচিব আলোচনা ক্রমে মিটিং এর আলোচ্য বিষয় ঠিক করেন। সেই মোতাবেক এদিনের বৈঠকে সিলেকশন কমিটি, অ্যাডভাইজারি কমিটি ও আম্পায়ার কমিটি পুনর্গঠনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। নিয়োগের বিষয়ে এদিন বিস্তারিত আলোচনা হয় এবং সর্বসম্মতিক্রমে অনুমোদন নেওয়া হয়েছে। সভাপতি অফিস বেয়ারারদের সাথে আলোচনা করে এথিক্স অফিসার নিয়োগ প্রক্রিয়া স্থির করবে বলে জানিয়েছেন। ২০২৩-২৪ মরশুমে স্থানীয় টুর্নামেন্ট আয়োজন ও জাতীয় টুর্নামেন্টে অংশগ্রহণ এবং আয়োজনের বিষয়েও এদিন আলোচনা হয়। সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গত বছরের ন্যায় এ বছরও স্থানীয় টুর্নামেন্টগুলো আয়োজন করা হবে। বলা বাহুল্য, স্পেশাল জেনারেল মিটিংয়ে গৃহীত সিদ্ধান্ত সমূহ আগামীকাল থেকে টিসিএ-র সামগ্রিক কার্যক্রম পরিচালনায় কতটুকু বাস্তবায়িত হয়, তাই এখন দেখার বিষয়।
2023-08-09