আগরতলা,৯ আগস্ট: কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও সংযুক্ত কিষান মোর্চা রাজ্য কমিটির উদ্যোগে আজ বিকেলে নয় দফা দাবিতে মিছিল ও সভা সংগঠিত করে। মেলার মাঠ সংযুক্ত কিষান মোর্চার কার্যালয় থেকে এই মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই বিষয়ে সংযুক্ত কিষাণ মোচার রাজ্য কনভেনার পবিত্র কর বলেন দেশের সঙ্গে রাজ্যে ও ৯ আগস্ট ভারত ছাড়ো দিবসে কৃষক ও শ্রমিক সংগঠনগুলি “কর্পোরেট লুটেরা ভারত ছাড়ো ,কৃষি ছাড়ো” এই আওয়াজ তুলে নয় দফা দাবিতে মিছিল ও সভা সংঘটিত করা হয়। নয় দফা দাবির মধ্যে রয়েছে সহজ পদ্ধতিতে কৃষি ঋণ প্রদান, বিদ্যুৎ বিল ২০২২ প্রত্যাহার করা, কৃষকদের দশ হাজার টাকা পেনশনের ব্যবস্থা করা ইত্যাদি। এছাড়া এই দাবী সম্বলিত স্মারকলিপিটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে বলেও তিনি জানান।
2023-08-09