রাখাল শীল্ড টুর্নামেন্ট ঘিরে টিএফএ-র বৈঠক

ক্রীড়া প্রতিনিধি আগরতলা ৯ আগস্ট।। রাখাল মেমোরিয়াল শীল্ড ফুটবলকে সামনে রেখে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। রাখাল মেমোরিয়াল নকআউট টুর্নামেন্ট কমিটি মূলতঃ এই বৈঠক আগামীকাল সন্ধ্যা সাতটায় টিএফএ-র অফিস কক্ষে আহবান করেছে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সাতটি দলের প্রতিনিধিদের বৈঠকে উপস্থিত থাকার জন্য রাখাল মেমোরিয়াল নকআউট টুর্নামেন্ট কমিটির অর্গানাইজিং সেক্রেটারি তথা টিএফএ-র জয়েন্ট সেক্রেটারি কৃষ্ণপদ সরকার আমন্ত্রণ জানিয়েছেন।