ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট।।রওয়ানা হলো ত্রিপুরা দল। ১১ তম সিনিয়র নেশানাল পেনচাক সিলাট মার্শাল আর্ট প্রতিযোগিতা এবং ৩৭ তম জাতীয় অলিম্পিক গেমসের নির্বাচনী শিবিরে অংশগ্রহণ করার জন্য। ১২-১৫ আগস্ট হবে আসর মহারাষ্ট্রের নাসিকে। আসরে ত্রিপুরার হয়ে অংশ নেবেন মহিলা বিভাগে রাজশ্রী দেবনাথ, পুরুষ বিভাগে খোয়াই জেলা থেকে সোনি দত্ত , ধলাই জেলা থেকে হানতেলা কাল্সেয়া ত্রিপুরা, দক্ষিণ জেলা থেকে মিঠুন দে। ত্রিপুরা দলের সঙ্গে কোচ হিসাবে গেছেন উত্তম আচার্য। রাজ্য সংস্থার পক্ষ থেকে সংশ্লিষ্ট খেলোয়াড়দের জাতীয় আসরে সাফল্য কামনা করা হচ্ছে।
2023-08-09

