বার পুজো দিয়ে প্রস্তুতি শুরু লালবাহাদুর ব্যায়ামাগারের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট।।বার পুজো দিয়ে এবছর ফুটবল মরশুম শুরু করতে প্রস্তুত লালবাহাদুর ব্যায়ামাগার। টিমের বাজেট ১৮ লক্ষ টাকা। বহি রাজ্যের ৮ জন ফুটবলার রয়েছে এবার দলে। দলের টার্গেট একটাই ময়দানে ভালো খেলা উপহার দেওয়া। বুধবার উমাকান্ত ময়দানে বার পুজো দিলো লালবাহাদুর শিবির। কোচের দায়িত্বে এবার রয়েছেন সুজিত ঘোষ। বিগ বাজেটের দলই এবার গঠন করেছে ক্লাব। লক্ষ্য একটাই ময়দানে সেরা পারফরমেন্স তুলে ধরা। উল্লেখ্য, লাল বাহাদুর ব্যায়ামাগারের দীর্ঘদিনের কোচ খোকন সাহা এবার মুখ্য কোচের দায়িত্বে থাকছেন না। তবে দলের পরিকাঠামোগত উন্নতির জন্য পরামর্শ দিতে তিনি সব সময় প্রস্তুত রয়েছেন বলে কথা প্রসঙ্গে জানিয়েছেন।