ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট।।প্রস্তুতি ম্যাচে জয় পেলো জুয়েলস অ্যাসোসিয়েশন। পরাজিত করলো রামকৃষ্ণ ক্লাবকে। মরশুমে শুরু হওয়ার আগে নিজেদের ভুল ত্রুটিগুলো খতিয়ে দেখতেই ওই প্রস্তুতি ম্যাচের আয়োজন। বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে হয় প্রস্তুতি ম্যাচ। তাতে ২-১ গোলে জয়লাভ করে জুয়েলস। তবে দুদলের কোচকেই রক্ষণভাগ নিয়ে দুশ্চিন্তায় থাকতে হবে। ফলে মরশুম শুরু হওয়ার আগে দলের রক্ষণভাগের দিকেই বেশী নজর দিতে হবে দুদলের কোচকে। উল্লেখ্য, ১৩ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত রাখাল মেমোরিয়াল শীল্ড নকআউট প্রতিযোগিতা। এর পরেই আয়োজনের জোর প্রস্তুতি প্রথম ডিভিশন চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলের।
2023-08-09