যোরহাট (অসম), ৯ আগস্ট (হি.স.) : যোরহাটের ভোগদৈ নদীতে পড়ে তলিয়ে গেছেন জনৈক গৃহবধূ। তাঁকে উদ্ধার করতে অক্লান্ত চেষ্টা করছে এসডিআরএফ।
প্রাপ্ত খবরে প্রকাশ, উত্তর-পশ্চিম যোরহাটের ঢেকরগড়া মালৌ আলির চাংপতা চুকের বাসিন্দা প্রায় ২২ বছরের গৃহবধূ অঙ্কিতা বরদলৈ গতকাল মধ্যরাত প্ৰায় ১২টা নাগাদ তাঁর ঘর থেকে বেরিয়েছিলেন। গোটা রাত তিনি ঘরে ফেরেননি। ফলে উদ্বেগে ছিলেন তাঁর বাড়ির সদস্যরা।
আজ বুধবার ভোররাতে তাঁর সন্ধানে বেরিয়ে ভোগদৈ নদীর পারে অঙ্কিতার এক জোড়া চটি উদ্ধার হয়। নদীতে তিনি তলিয়ে গেছেন সন্দেহ করে পরিবার ও প্রতিবেশীরা খবর দেন থানায়। খবর পেয়ে এসডিআরএফ-এর দল নিয়ে নদী তীরে গিয়ে হাজির হয় পুলিশ।এদিকে স্থানীয় একাংশের দাবি, সম্ভবত নদীতে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছেন গৃহবধূ অঙ্কিতা। পুলিশ অবশ্য তদন্ত শুরু করেছে।

