বিসিসিআইয়ের রেকর্ড আয়, কর দিল ১১৫৯.২০ কোটি টাকা!

মুম্বই, ৯ আগস্ট(হি.স.): বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট সংস্থা ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই। কেন বলা হয়? সেই ধারণাটা দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। কেন্দ্রীয় অর্থমন্ত্রক দ্বারা যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে গত পাঁচ বছরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সর্বাধিক আয় করেছে এবং কর দিয়েছে ১১৫৯.২০ কোটি টাকা!বুধবার বিসিসিআইয়ের করের লিখিত বিবরণ রাজ্যসভায় তুলে ধরেছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। ২০২০-২১ আর্থিক বছরে, বিসিসিআই আয়কর হিসাবে ৮৪৪.৯২ কোটি টাকা দিয়েছে। যেখানে ২০১৯-২০ সালে ছিল ৮৮২.২৯ কোটি টাকার কম। কারণ এই সময়ে করোনা অতিমারির কারণে ক্রিকেট চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। ২০১৮-১৯ সালে বিসিসিআই ট্যাক্স হিসাবে ৮১৫.০৪কোটি টাকা দিয়েছে। যেখানে ২০১৭-১৮ সালে বিসিসিআই আয়কর হিসাবে ৫৯৬.৬৩ কোটি টাকা কর দিয়েছে।