আগরতলা,৯ আগস্ট: অমরপুর-করবুক, গন্ডাছড়ার রাস্তা জলমগ্ন। দুর্ভোগ পথচারী এবং গাড়ি চালকদের। তাদের অভিযোগ দীর্ঘ ৩-৪ বছর ধরেই রাস্তাটির বেহাল দশা। রাস্তাটি সংস্কারের জন্য পথ অবরোধ করা হয়েছিল। তবে কাজের কাজ কিছুই হয়নি। যদিও যানচালক এবং এলাকাবাসীর চাপে পড়ে রাস্তাটির কাজে হাত লাগানো হয়েছিল। কিন্তু পরবর্তী সময় মাঝ রাস্তায় কাজ বন্ধ হয়ে পড়ে। কারণ ড্রেন নির্মাণ না করেই রাস্তাটির মধ্যে ইট বসানো হয়েছিল। যার ফলে কাজ বন্ধ হয়ে পড়ে। তবে বর্ষা শুরু হতেই ফের জন দুর্ভোগ চরমে। এখন বৃষ্টির জল জমে আছে গোটা রাস্তায়। রাস্তাটি দিয়ে যাতায়াত করার মত নয় বলে অভিযোগ যান চালক এবং স্থানীয়দের। গাড়ি চালকদের অভিযোগ, বেহাল রাস্তা দিয়ে যাতায়াতের ফলে তাদের গাড়ির সমস্যা হচ্ছে। যান্ত্রিক গোলযোগ দেখা দিচ্ছে। এবং রাস্তাটি বেহাল দশার কারণে প্রায়ই ছোটখাটো যান দুর্ঘটনাও ঘটছে। এম্বুলেন্স দিয়ে রোগী নিয়ে যেতে সমস্যা হচ্ছে। এত বছর ধরে রাস্তাটি খারাপ থাকার পরেও সঠিকভাবে কাজ না হওয়ায় এক প্রকার ক্ষোভ সৃষ্টি হয়ে আছে স্থানীয়দের মধ্যে। আবার কবে নাগাদ কাজে হাত লাগাবে ঠিকাদার সে বিষয়টিও তারা জানে না। দিনের পর দিন রাস্তাটি নিয়ে এতটাই খামখেয়ালিপনা লক্ষ্য করা যাচ্ছে যে বলার অপেক্ষা রাখে না। রাস্তাটি অতিদ্রুত সংস্কার না হলে ফের আন্দোলনের হুমকি এলাকাবাসীদের।
2023-08-09