আগরতলা,৯ আগস্ট: যথাযোগ্য মর্যাদায় আজ প্রদেশ কংগ্রেস ভবনের সামনে ভারত ছাড়াও আন্দোলন উদযাপন করেছে প্রদেশ কংগ্রেস। তারপর এদিন গান্ধীঘাট শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করলেন দলীয় নেতৃত্ব।
তাছাড়া, এদিন নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।
এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, স্বাধীনতা প্রাক্কালে মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন। এবং সেই সময় দেশের পরাধীনতার গ্লানি মুক্তি করার জন্য দেশবাসী ঝাঁপিয়ে পড়েছিলেন। তাঁর কথায়, দেশ স্বাধীন হলেও বর্তমান শাসক দল আবার দেশকে পরাধীনতার দিকে ঠেলে দিচ্ছে। এবং বর্তমান সরকারের কারণে দেশবাসীর বাক স্বাধীনতা এবং আত্মমর্যাদা বিভিন্নভাবে বিঘ্নিত হচ্ছে বলে দাবি করেন।