নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.): মায়ানমারের সঙ্গে ভারতের সীমান্ত পরিস্থিতি চ্যালেঞ্জিং। বললেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। একইসঙ্গে তিনি বলেছেন, ভারত-চিন সীমান্ত নিয়ে আলোচনা থামেনি। সোমবার প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের চলমান সম্পর্ক প্রসঙ্গে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন, মায়ানমারের সঙ্গে সীমান্ত পরিস্থিতি চ্যালেঞ্জিং। সিত্তওয়ে পোর্ট চালু আছে, এবং আমরা এই বছর উপকূলীয় শিপিং চুক্তি শেষ করার বিষয়ে আশাবাদী। আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে মায়ানমারের ত্রিপক্ষীয় মহাসড়ক একটি বড় চ্যালেঞ্জ, আমরা চ্যালেঞ্জ মোকাবিলায় মায়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি।
বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর আরও বলেছেন, ভারত-চিন সীমান্ত আলোচনা থেমে নেই, শীঘ্রই বৈঠক হবে। আমরা গত তিন বছরে প্রধান উত্তেজনা পয়েন্টগুলিতে অগ্রগতি করেছি।”

