রায়পুর, ৭ আগস্ট (হি.স.) : ছত্তিশগড়ে ট্রেনের অনিয়মিত চলাচল ও বাতিল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।
মুখ্যমন্ত্রী ভূপেশ সোমবার টুইটারে প্রধানমন্ত্রীকে লেখা একটি চিঠি পোস্ট করেছেন। চিঠিতে, মুখ্যমন্ত্রী ট্রেনগুলি বাতিল এবং দেরিতে চলার কারণে রাজ্যের জনগণ যে সমস্যার মধ্যে পড়ছেন তা উল্লেখ করেছেন। ছত্তিশগড়ের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষদেরও সমস্যার কথা জানানো হয়েছিল। ট্রেন চলাচল স্বাভাবিক করতে নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

