নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.): মণিপুর ইস্যুতে বিরোধীদের হইহট্টগোলের জেরে সোমবারও উত্তাল হল লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। শাসক-বিরোধী বাকবিতণ্ডায় পন্ড হল সংসদের কাজকর্ম। বিরোধীদের হইহ্ট্টগোলের মধ্যেই লোকসভার অধিবেশন প্রথমে দুপুর বারোটা ও পরে দুপুর দু’টো অবধি মুলতুবি হয়ে গিয়েছে। রাজ্যসভাতেও এদিন একই চিত্র ধরা পড়েছে। রাজ্যসভার অধিবেশনও দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি হয়ে গিয়েছে।
মণিপুর ইস্যুতে আলোচনার দাবি জানিয়ে সোমবার রাজ্যসভায় সরব হন বিরোধী সাংসদরা। কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপাল বলেছেন, “মণিপুর জ্বলছে।” অপরদিকে কেন্দ্রীয় পীযূষ গোয়েল বলেছেন, “সরকার আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু বিরোধী দল আলোচনা থেকে পালিয়ে যাচ্ছে। আমরা নিন্দা জানাই। আমি আপনাদের (চেয়ারম্যান) রাজস্থান ইস্যুতেও আলোচনা করার জন্য অনুরোধ করছি।” এদিকে, সোমবারই রাজ্যসভা থেকে কংগ্রেস সাংসদ রজনী পাটিলের সাসপেনশন প্রত্যাহার করেছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়।

