নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.): দিল্লি সার্ভিস বিলের তীব্র সমালোচনা করলেন শিবসেনা নেতা (উদ্ধব ঠাকরে শিবির) সঞ্জয় রাউত। তিনি বলেছেন, দিল্লি সার্ভিস বিল দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত। সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেছেন, “নির্বাচনের সময় তাঁরা (বিজেপি) বলেছিল, দিল্লিকে রাজ্যের মর্যাদা প্রদান করবে। কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের কাছে নির্বাচনে হেরেছে।”
দিল্লি সরকারের ভূয়সী প্রশংসা করে সঞ্জয় রাউত বলেছেন, “কেজরিওয়ালের সরকার শিক্ষা, স্বাস্থ্য-সহ বিভিন্ন ক্ষেত্রে ভাল কাজ করছে। তারা ঈর্ষান্বিত… আমরা রাজ্যসভায় এর বিরোধিতা করব।” প্রসঙ্গত, লোকসভায় পাস হয়েছে দিল্লি সার্ভিস বিল, এবার রাজ্যসভায় তা পেশ করা হবে। এই বিলের বিরুদ্ধে সমস্ত বিরোধী শিবির ঐক্যবদ্ধ।

