বারমের, ৭ আগস্ট (হি.স): রাজস্থানের বারমের জেলায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় ১৬ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালের চিকিৎসক বি এল মানসুরিয়া জানান, ১৭ জনকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়, তাদের মধ্যে একজন নিহত হয়েছেন। দু-তিনজন মাথায় চোট পেয়েছে, আর তিনজন গভীর ক্ষত পেয়েছেন। যেসব রোগীদের অবস্থা শোচনীয় তাদের এক্সরে ও সিটি স্ক্যান শুরু হয়েছে।
পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর জানিয়েছেন, অসুস্থদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, সেখানে ওদের চিকিৎসা চলছে। দুর্ঘটনায় একজন প্রাণ হারিয়েছেন, তাঁর নাম গণপত সিং।

