ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট।। ত্রিপুরা স্পোর্টস স্কুলের সামনে আরও একটা চ্যাম্পিয়ন খেতাবের হাতছানি। আগামীকাল সোমবার সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব ১৭ বালকদের রাজ্য আসরের চূড়ান্ত খেলায় কৈলাশহরে রামকৃষ্ণ মহাবিদ্যালয় ময়দানে ত্রিপুরা স্পোর্টস স্কুল দক্ষিন জেলার একলব্য মডেল স্কুলের বিরুদ্ধে খেলবে। ফাইনাল ম্যাচটি হবে বিকেল সাড়ে তিনটায়। আজ রবিবার প্রতিযোগিতার সেমিফাইনাল ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল ও একলব্য মডেল স্কুল নিজ নিজ প্রতিপক্ষদের হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে।
2023-08-06

