রঙিয়া (অসম), ৬ আগস্ট (হি.স.) : কামরূপ গ্রামীণ জেলার অন্তর্গত রঙিয়া রেলওয়ে স্টেশনে কাছে জনৈক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত যুবককে নয়নজ্যোতি দাস বলে শনাক্ত করেছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
পুলিশের তদন্তকারী অফিসার জানান, আজ রবিবার সকালে রঙিয়া রেলওয়ে স্টেশনের কাছে নীল রঙের জিন্স এবং আকাশি রঙের টি-শাৰ্ট পরিহিত এক যুবকের মৃতদেহ দেখে প্রত্যক্ষদর্শীরা খবর দেন থানায়। তাঁরা যোগাযোগ করেন রেল পুলিশের সঙ্গে। রেল ও সাধারণ পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক এনকুয়েস্ট করে মৃতদেহটি উদ্ধার করে রঙিয়া থানায় নিয়ে গেছে। ইত্যবসরে তার পরিবারের সদস্যরা এসে মৃতদেহ শনাক্ত করার পর দেহ ময়না তদন্তের জন্য গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, মৃত নয়নজ্যোতি দাস ওদালগুড়ি জেলার বাসিন্দা। তাঁর বয়স প্ৰায় ৩০ বছর।
এদিকে, অত্যধিক নেশাদ্রব্য খাওয়ার জন্য যুবক নয়নজ্যোতি দাসের মৃত্যু হয়েছে বলে সন্দেহ করছেন পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। তবে পুলিশি তদন্তের পর গোটা বিষয়ে স্পষ্ট হবে বলে দাবি করা হচ্ছে।