আগরতলা, ৫ আগস্ট : আজ সকালে সোনামুড়ায় যাত্রীবাহী বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুই যুবক। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, বিলোনিয়ার দিক থেকে আসা আগরতলাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাতে রাস্তায় ছিটকে পড়েন বাইকের চালক ও আরোহী।দুজনই গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।