মুর্শিদাবাদ, ৫ আগস্ট (হি. স.) : মুর্শিদাবাদের সালারে সিপিএম ও তৃণমূলের রাজনৈতিক সংঘর্ষে জখম হরেছে দুই শিশু। একজনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে কাটোয়া মহকুমা হাসপাতালে।
সালারের ধনডাঙা গ্রামে সিপিএম ও তৃণমূলের সংঘর্ষে বোমার ঘায়ে জখম ক্লাস সিক্স ও ক্লাস ফাইভের ছাত্র। আশঙ্কাজনক অবস্থায় ক্লাস সিক্সের ছাত্রকে সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে কাটোয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অপর একজনের চিকিৎসা চলছে সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। শিশুটির অপারেশনের পর অবস্থা স্থিতিশীল।পঞ্চায়েত নির্বাচনে সেখানে সিপিএম জিতেছে। অভিযোগ, এর পরই এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে তৃণমূলের কর্মীরা। অভিযোগ তাঁদের গ্রামের রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
শনিবার সকালে আল্লাহ রাক্ষা নামে এক ব্যক্তি খাবার কিনতে দোকানে যাচ্ছিলেন। সেই সময় গ্রামে বোমাবাজি হচ্ছিল। তখন দেখে তাঁর এক বন্ধু রিয়াজ সেখ ওই এলাকার মসজিদে আটকে রয়েছে। সেই বন্ধুকে বের করে আনতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে জখম হয় আল্লাহ রাক্ষা। আল্লাহ রাক্ষাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এরপর সালার স্বাস্থ্য কেন্দ্র থেকে জখম শিশুকে স্থানান্তরিত করা হয় কাটোয়া মহকুমা হাসপাতালে। হাসপাতালে অপারেশন থিয়েটারে নিয়ে যাবার পর তার পা থেকে বোমের পাথর ও স্প্লিন্টার বার করে ডাক্তারেরা। আপাতত শিশুটির অবস্থা স্থিতিশীল। স্বাভাবিকভাবেই মুর্শিদাবাদের পরপর বোমা উদ্ধার ও বোমাবাজির ঘটনায় এলাকা উত্তপ্ত হয়ে থাকলেও এখনো সেরকমভাবে দুষ্কৃতীদের গ্রেফতার করেনি পুলিশ। এমনই অভিযোগ সিপিএমের ও কংগ্রেসের তরফ থেকে। এই ঘটনার পর থেকেই ওই এলাকাবাসীরা আতঙ্কিত।

