নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): দরিদ্র মানুষদের উন্নত স্বাস্থ্য সুবিধা প্রদান করাই সরকারের অগ্রাধিকার। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সারা দেশে দরিদ্র ভাই ও বোনদের উন্নত স্বাস্থ্য সুবিধা প্রদান করাই তার সরকারের অগ্রাধিকার।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়ার একটি টুইটের জবাবে প্রধানমন্ত্রী মোদী সন্তুষ্টি প্রকাশ করেছেন। মান্ডভিয়া জানান, কোটি কোটি মানুষ স্বাস্থ্যের ডিজিটাল সুবিধাগুলি থেকে সম্পূর্ণ সুবিধা পাচ্ছেন। একটি টুইটে মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, অসংক্রামক রোগের জন্য জাতীয় কর্মসূচির অধীনে এনসিডি পোর্টালের মাধ্যমে পাঁচ কোটিরও বেশি আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্ট (এবিএইচএ) তৈরি করা হয়েছে।

