ভুবনেশ্বর, ৫ আগস্ট (হি.স.): জাতীয় সড়ক উন্নয়নের সঙ্গে দেশের উন্নয়ন ও ভাগ্য সরাসরি জড়িত। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার সকালে ভুবনেশ্বরের লোকসেবা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কেন্দ্রের সক্রিয় পদক্ষেপের ফলে মাওবাদী কার্যকলাপ ব্যাপকভাবে নিয়ন্ত্রিত হয়েছে। অমিত শাহ এদিন ৫৩ নম্বর জাতীয় সড়কের কামাখ্যানগর-ডুবুরি সেকশনের ৪-লেনের এবং কালাহান্ডি জেলার মোটর থেকে ব্যানার লাদুগাঁও রোডকে প্রশস্ত ও শক্তিশালী করার ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছেন। তিনি আরও বলেন, কেন্দ্র ৯ বছরে পরিকাঠামো উন্নয়নে অনেক কাজ করেছে। অমিত শাহ বলেন, কেন্দ্রের সক্রিয় পদক্ষেপের কারণে ওড়িশা সহ দেশে মাওবাদী কার্যকলাপ ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাওবাদী কার্যকলাপের ইস্যুতে ওড়িশা সরকার সবসময়ই কেন্দ্রকে সমর্থন করেছে। তিনি বিপর্যয় মোকাবিলায় একটি রোল মডেল হওয়ার জন্য এবং মাওবাদী কার্যকলাপের জন্য ওড়িশা সরকারের প্রশংসা করেন।