প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশে স্বাস্থ্যসেবা সহজলভ্য ও সাশ্রয়ী করা হচ্ছে : মনসুখ মান্ডভিয়া

গান্ধীনগর, ৫ আগস্ট (হি.স.): প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশে স্বাস্থ্যসেবা সহজলভ্য ও সাশ্রয়ী করা হচ্ছে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। তিনি বলেছেন, “আগামী দিনে নবজাতক শিশুদের টিকা নিবন্ধনের জন্য ইউ-উইন প্ল্যাটফর্ম চালু করা হবে। এর মাধ্যমে আমরা ১০০ শতাংশ টিকা অর্জন করতে সক্ষম হব।”

শনিবার গুজরাটের গান্ধীনগরে আসন্ন জি-২০ গোষ্ঠীর স্বাস্থ্য মন্ত্রীদের বৈঠকের প্রস্তুতি পর্যালোচনা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ছিলেন গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল। মনসুখ বলেছেন, জি-২০ বৈঠকে তিনটি অগ্রাধিকারমূলক এজেন্ডা নিয়ে আলোচনা করা হবে – প্রতিকার, ডিজিটাল স্বাস্থ্য এবং মহামারীর পরিস্থিতিতে একসঙ্গে কাজ করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *