পুলিশি নৃশংশতার ছবি-সহ টুইটে মুখ্যমন্ত্রীকে এক হাত শুভেন্দুর

কলকাতা, ৫ আগস্ট (হি. স.) : পুলিশি নৃশংশতার ছবি-সহ টুইটে মুখ্যমন্ত্রীকে এক হাত নিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শনিবার শুভেন্দুবাবু লিখেছেন, “পশ্চিমবঙ্গে কি কেবল একজন ‘বাংলার মেয়ে’ আছেন যিনি নৃশংসতা থেকে মুক্ত? অন্যরা কি কোনও ধরনের অপমানিত হতে পারেন না?

এমন কি পুলিশের হাতেও না? কোতুলপুর-জয়পুর (বাঁকুড়া জেলা) ওসি ট্রাফিক অলোকেশ পতিকে একটি নাবালিকা মেয়েকে তার চুল ধরে টেনে নিয়ে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যেতে দেখা যাচ্ছে।

নাবালিকার মেয়ের দোষ যাই হোক, ট্রাফিকের ওসিকে এমন অসম্মানজনক আচরণ করার ক্ষমতা কে দিল? প্রশাসন এমন বর্বরতা দেখতে পাচ্ছে না কারণ তাদের দুরবীন শুধুমাত্র মণিপুরে ফোকাস করা হয়েছে।”