আগরতলা, ৫ আগস্ট : আজ উনকোটি জেলার চন্ডীপুর-শ্রীরামপুর সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। এদিন তিনি গ্রামবাসীর সাথে কথা বলেন এবং তাঁদের কাছ বিভিন্ন সমস্যার বিষয়ে জানার চেষ্টা করেছেন।
ওই এলাকায় নদীর ভাঙনে ভারত- বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের একটা অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। এরফলে স্থানীয় গ্রামবাসীরা কিছুটা সমস্যার সন্মুখীন হচ্ছেন। গ্রামবাসীদের ওই সমস্যা নিরসনে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।