শ্রীনগর, ৫ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরে আবারও অনুভূত ভূমিকম্প। শনিবার সকালে গুলমার্গে কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৫.২। এ কথা জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।
শনিবার সকাল ৮.৩৬ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে হতাহতের কোনও খবর নেই। এর আগে, গত জুলাই মাসে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় কম্পন অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে সে বার কম্পনের তীব্রতা ছিল ৪.৯। জুন মাসে ডোডায় ১২টি কম্পন অনুভূত হয়েছে। গত ১৩ জুন ওই জেলায় কম্পন অনুভূত হয়েছিল। কম্পনের তীব্রতা ছিল ৫.৪। সে বার কম্পনে জেলায় বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা গিয়েছিল।