কলকাতা, ৫ আগস্ট (হি.স.): প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছেন, চিকিৎসার এখন তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন। শোনা যাচ্ছে, আর হাসপাতালে থাকতে চাইছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি বাড়ি ফিরতে চাইছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে সংক্রমণের মাত্রা কমেছে। শারীরিক পরীক্ষার রিপোর্টও ঠিক রয়েছে বলে হাসপাতাল সূত্রে শনিবার জানা গিয়েছে।
সুস্থ বোধ করতেই বাড়ি যাবেন বলে চিকিৎসকদের অনুরোধ করেছিলেন বুদ্ধদেব। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সেই আবেদনে এখনও সাড়া দেননি চিকিৎসকেরা। গত দু’দিনে বুদ্ধদেবের শারীরিক অবস্থার নতুন করে কোনও অবনতি হয়নি। বরং চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর স্বাস্থ্য সামান্য উন্নতির দিকেই। বুদ্ধদেব কবে বাড়ি ফিরবেন আপাতত সেটাই দেখার।