আগরতলা, ৫ আগস্ট : অসাধু ঔষধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নেমে আক্রমণের মুখে পড়ল প্রশাসনিক কর্মীরা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়া বাজারে। জানা যায়,সম্প্রতি রাজ্য প্রশাসন তথা স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা ক্রমে গোটা রাজ্য জুড়েই ড্রাগস কন্ট্রোলারের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। তাই ড্রাগস কন্ট্রোলারের নির্দেশক্রমে বিভিন্ন স্তরের শীর্ষ পদস্থ আধিকারিক বিভিন্ন ঔষধের দোকান গুলোর মধ্যে নিয়মিতভাবে অভিযান করছে।এরই মধ্যে এক রুটিন চেকিং-এ গিয়ে তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়া বাজারে জনৈক ঔষধ ব্যাবসায়ীর দ্বারা রীতিমতো শারীরিকভাবে আক্রমণের শিকার হয়েছেন প্রশাসনিক কর্মীদের। অভিযোগ, শুক্রবার রাতে মোহরছড়া’র আনন্দ মেডিকেল হল নামক একটি ঔষধের দোকানে যখন ড্রাগস কন্ট্রোলারদের এক প্রতিনিধি দল অভিযান করতে যায় তখন আচমকা কর্ণধার চিনু ঘোষ সংশ্লিষ্ট আধিকারিকদের উপর শারীরিক আক্রমণ সংঘটিত করে। দোকানের পেছনের দরজা দিয়ে একটা বেগে করে কিছু ঔষধ পত্র নিয়ে সহ পালিয়ে যান। মুহূর্তের মধ্যে আক্রমণের শিকার আধিকারিকদের তরফ থেকে পুলিশ প্রশাসনকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তেলিয়ামুড়া থানায় সংশ্লিষ্ট ঔষধ ব্যাবসায়ী চিনু ঘোষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। পুলিশের বক্তব্য অনুযায়ী অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরবর্তীতে আনন্দ মেডিকেল হল নামক ঔষধের দোকানটি সিল করে দেয় আধিকারিকদের প্রতিনিধি দল।”