কলকাতা, ৪ আগস্ট (হি. স.) : সুপ্রিম কোর্টের রায় তাঁকে স্বস্তি দিয়েছে। এই নিয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
এদিন সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে বিধানসভায় ঢোকার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান, যে তাঁকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল। তাঁর কণ্ঠস্বর রোধ করার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
কলকাতা হাইকোর্টের বিচাপতি আইপি মুখোপাধ্য়ায়ের পর্যবেক্ষন ছিল, প্রয়োজনে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে। তবে তাঁকে গ্রেফতার করতে হলে আগে হাইকোর্টকে জানাতে হবে বলেও নির্দেশে জানিয়েছিলেন বিচারপতি। সেই নির্দেশ খারিজ করেছে সুপ্রিম কোর্ট। আর তা নিয়েই পালটা মমতা এবং রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সরব হলেন শুভেন্দুবাবু৷ তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে বলি আরও একটু লাফান আমার বিরুদ্ধে ভালো করে।”