ভাতার দাবিতে রাস্তা অবরোধ আগরতলা খোয়াই জাতীয় সড়কে

আগরতলা, ৪ আগস্ট : সামাজিক ভাতা পাওয়ার দাবিতে আগরতলা খোয়াই জাতীয় সড়ক অবরোধ করে ভাতাপ্রাপকরা। শুক্রবার দুপুরে হেজামারায় হয় এই অবরোধ। ভাতা প্রাপকদের অভিযোগ বেশ কয়েক মাস যাবত উনারা সামাজিক ভাতা পাচ্ছেন না। এই বিষয়ে দপ্তরের আধিকারিককে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। অবশেষে পথ অবরোধে বসলো ভাতা প্রাপকরা। হেজামারা ব্লক এলাকার ভাতা প্রাপকরা নিয়মিত সামাজিক ভাতা পাচ্ছেন না বলে অভিযোগ। এই সামাজিক ভাতার দাবিতে স্থানীয় সিডিপিও থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের ইতিপূর্বেই অবগত করেছে ভাতা প্রাপকরা। কিন্তু এরপরেও নিয়মিত সামাজিক ভাতা প্রদান শুরু না হওয়ায় অবশেষে আন্দোলনমুখী হল ভাতা প্রকার। স্থানীয়দের সহযোগিতায় শুক্রবার আগরতলা খোয়াই জাতীয় সড়কের হেজামারা এলাকায় পথ অবরোধ করে বসে ভাতা প্রাপকরা। এরমধ্যে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ভাতা প্রাপকরা রয়েছেন। উনাদের দাবি সামাজিক ভাতা নিয়মিত পাওয়ার নিশ্চয়তা পেলেই মুক্ত হবে জাতীয় সড়ক।এদিনের অবরোধ স্হলে তিপ্রামথা দলের নেতাদের দেখা গেছে অবরোধ কর্মসূচির নেতৃত্ব দিতে। ফলে এই অবরোধ কর্মসূচি রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় কিনা তা নিয়ে উচ্চ প্রশ্ন?

অন্যদিকে জাতীয় সড়কে আটকে পড়া কয়েক হাজার দূরপাল্লার যাত্রীদের অভিযোগ এই হেজামারা এলাকা পথ অবরোধের জন্য যথেষ্ট বদনাম কামাই করেছে। এই অবরোধকারীদের বিরুদ্ধে কোন কালেই আইনি পদক্ষেপ গ্রহণ করছে না পুলিশ। এইভাবে জাতীয় সড়ক অবরোধ করাকে কেন্দ্র করে প্রতি মাসে যে সমস্যা ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে তা সমাধানে পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *