হাইলাকান্দির প্রাক্তন সৈনিকদের প্রতি নির্দেশ

হাইলাকান্দি (অসম) ৪ আগস্ট (হি.স.) : হাইলাকান্দির জেলা সৈনিক কল্যাণ আধিকারিকের এক বিজ্ঞপ্তিতে জেলার প্রাক্তন সৈনিক কর্মকর্তাদেরকে সরকারের নতুন কর্মসূচি “মেরি মাটি মেরি দেশ”-এ অংশ নেবার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাক্তন সেনাকর্মীদেরকে তাদের নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অথবা পুরসভার উদ্যোগে আয়োজিত এর সংক্রান্ত কর্মসূচি গুলিতে আগামী ৯ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত যোগ দিতে বলা হয়েছে।