ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট।।লড়াই শেষ মিনিট পর্যন্ত। দুরন্ত জয় পেলো দক্ষিণ তাকমা দল। পরাজিত করলো সলতান মনু দলকে। নূণ্যতম গোলে। ডি বি সি স্মৃতি নকআউট প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায়। শান্তিরবাজার স্কুল মাঠে হয় ম্যাচটি। দেশবন্ধু ক্লাবের উদ্যোগে। শান্তিরবাজার সুব মোর্চার সহযোগিতায়। শুক্রবার ম্যাচের শুরু থেকেই দুদলের ফুটবলাররা আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে শুরু থেকেই। ম্যাচে বিজয়ী দলের পক্ষে জয়ন্ত রিয়াং জয়সূচক গোলটি করেন। খেলা পরিচালনা করেন বিটন রিয়াং। প্রসঙ্গত:আসরের চ্যাম্পিয়ন ও রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পারে ৩৫ এবং ২৫ হাজার টাকা।
2023-08-04