হাইলাকান্দি (অসম), ৪ আগস্ট (হি.স.) : হাইলাকান্দির সাব ডিভিশন্যাল ওয়েলফেয়ার অফিসার এক বিজ্ঞপ্তিতে জেলার ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত সিডিউয়াল কাস্ট পড়ুয়াদের ২০২৩-২৪ প্রিম্যাট্রিক স্কলারশিপ এর দরখাস্ত আহ্বান করেছেন। জেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মাধ্যমে এই দরখাস্ত আগামী ৩০ আগস্ট এর মধ্যে হাইলাকান্দির সাবডিভিশন্যাল ওয়েলফেয়ার অফিসারের কার্যালয়ে জমা দিতে হবে। বিশদ বিবরণ এবং ফর্ম ওই অফিসে পাওয়া যাবে।
2023-08-04

