আরবান জীবিকা মিশনের ইন্টারনসিপ প্রোগ্রামে দরখাস্ত আহ্বান

হাইলাকান্দি (অসম) ৪ আগস্ট (হি.স.) : আসাম স্টেট আরবান লাইভলিহুড মিশন সোসাইটির হাইলাকান্দি শাখায় সাতটি বিভাগে ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগামী ২৫ আগস্টের মধ্যে দরখাস্ত মিশনের সিটি প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের সিটি প্রজেক্ট অফিসারের কার্যালয়ে জমা দিতে হবে। বিশদ বিবরণ হাইলাকান্দি পুরসভার দপ্তরে অবস্থিত মিশনের সিটি প্রজেক্ট অফিসারের কার্যালয়ে অথবা হোয়াটসঅ্যাপ ৯৮৫৯১২০৭২৩ অথবা www.aicte-india.org এ পাওয়া যাবে ।