ক্রীড়ামন্ত্রী সকাশে মিলিত হয়ে অল ত্রিপুরা প্লেয়ার্স ফোরামের দাবি সনদ পেশ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট।। খেলোয়ারদের স্বার্থ জড়িত দাবি-দাওয়া প্রচুর। তার মধ্যে কিছু সংখ্যক দাবি-দাওয়া যদি পূরণ হয়, নিশ্চয়ই এতে রাজ্য ক্রীড়ার মানোন্নয়ন এবং প্রসারের লক্ষ্যে অবশ্যই অনেকটা কাজে আসবে। প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে গড়া অল ত্রিপুরা প্লেয়ার্স ফোরামের দাবি। প্রথমত, রাজ্যের কৃতি খেলোয়াড়দের অতিসত্বর ত্রিপুরার স্পোর্টস কাউন্সিল পরিচালিত বিভিন্ন কোচিং সেন্টারে কোচ হিসাবে নিয়োগ করতে হবে। দ্বিতীয়ত, রাজ্য ও জাতীয় স্তরের খেলাধুলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের চাকরির সুযোগ যথারীতি নিয়ম মেনে অবিলম্বে নিয়োগ পত্র দিতে হবে‌। তৃতীয়ত, কিছুদিন আগে  বিজ্ঞপ্তি অনুযায়ী ক্রীড়া দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী ১০০ জনের স্থলে ২০০ জন করতে হবে। ‌ চতুর্থত, বিভিন্ন দপ্তরে চাকরি প্রদানের কুড়ি শতাংশ পদে রাজ্যের যোগ্যতা সম্পন্ন খেলোয়ারদের জন্য আসন সংরক্ষিত করতে হবে। জাতীয় স্তরের খেলাধুলা অংশগ্রহণকারী খেলোয়ারদের চাকরির সুযোগ সৃষ্টি করতে হবে। রাজ্যের ক্রীড়া দপ্তরে নিয়োগ প্রক্রিয়ায় সর্বোচ্চ বয়সসীমা ৪২ করতে হবে। খেলোয়ারদের বৃত্তির পরিমাণ টাকার অংক ১২০০ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করতে হবে। রাজ্যের খেলাধুলা উন্নয়ন করার লক্ষ্যে সরকার যদি দৃষ্টি আকর্ষণ করে থাকেন তাহলে অবিলম্বে বৈধ ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনকে স্বীকৃতি দিয়ে খেলাধুলাকে উন্নতি করতে হবে। বিভিন্ন সুবিধা ও চাকরির ক্ষেত্রে প্রকৃত খেলোয়ারদের যোগ্যতার নিরিখে মর্যাদা দিতে হবে। অল ত্রিপুরা প্লেয়ার্স ফোরামের পক্ষ থেকে ক্রীড়া মন্ত্রী টিংকু রায় সকাশে মিলিত হয়ে এই দাবী সনদ পেশ করা হয়। বৃহস্পতিবার মহাকরণে রাজ্যের খেলোয়াড়দের স্বার্থে প্লেয়ার্স ফোরামের প্রতিনিধিরা এই সাক্ষাৎ করলেন। মন্ত্রী বিষয় গুলো গুরুত্ব সহকারে দেখবেন বলে তাদের আশ্বস্ত করলেন।