কলকাতা, ৩ আগস্ট (হি. স.) : প্রভাবশালী তত্ত্বে ফের জামিনের আর্জি খারিজ হল প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। পার্থবাবু অত্যন্ত প্রভাবশালী, জামিন পেলে তথ্যপ্রমাণ লোপাট হয়ে যেতে পারে বলে আদালেত আশঙ্কা প্রকাশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাতেই নিয়োগ দুর্নীতি মামলায় আবারও জামিনের আর্জি খারিজ হয়ে গেল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থর। ইডি-র পাঁচ যুক্তিতে পার্থের জামিনের আবেদন খারিজ করল আদালত।
বৃহস্পতিবার পার্থর জামিনের আবেদনের শুনানি চলছিল আদালতে। তার বিরোধিতায় পার্থবাবুর প্রভাবশালী পরিচয় আদালতে তুলে ধরে ইডি। তাঁর জামিনের বিরোধিতা করে আদালতে ইডি জানায়, অ্যারেস্ট মেমোয় মুখ্যমন্ত্রীকে নিকটাত্মীয় লিখেছিলেন পার্থবাবু। গ্রেফতারির সময় মাঝরাতে মুখ্যমন্ত্রীকে বারবার ফোন করেন তৎকালীন শিক্ষামন্ত্রী।
শুধু তাই নয়, ইডি আরও জানায়, এসএসকেএমে প্রভাব খাটিয়ে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট বদল করেন পার্থ। প্রভাবশালী বলেই গ্রেফতারির ৮ মাস পরেও জেলে আংটি পরে থাকতেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব। আদালতে পার্থকে আনতে বিশেষ গাড়ির ব্যবস্থা করে পুলিশ, অন্য বন্দিদের জন্য প্রিজন ভ্যান। পার্থবাবুর বিরুদ্ধে প্রভাবশালী তত্ত্বে ইডির এই ‘পঞ্চবাণে’ই সিলমোহর দিল আদালত। আবারও খারিজ হয়ে গেল তাঁর জামিনের আবেদন।