কোরবা, ৩ আগস্ট (হি. স.) : ছত্তিশগড়ের একাধিক জায়গায় বৃহস্পতিবার সকাল থেকেই ইডির অভিযানের খবর আসছে। এর মধ্যে রয়েছে কোরবা, রায়পুর ধামতারি, রায়গড়, যশপুর এবং অম্বিকাপুর জেলা।
এদিন সকাল ৫ টায় কোরবা পৌর কর্পোরেশনের প্রাক্তন কাউন্সিলর এবং কোরবা জেলার স্টেশন রোডের বাসিন্দা ব্যবসায়ী শিব আগরওয়ালের বাড়িতে ইডি হানা দেয়। বাড়ির লোকজন কিছু বুঝতে পারার আগেই দলটি বাড়ির সবাইকে এক ঘরে জড়ো করে তল্লাশি শুরু করে। শিব আগরওয়ালের বাড়ি থেকে কিছুই পাওয়া যায়নি, তবে ইডির অভিযানে তার পুরো পরিবার সমস্যায় পড়েন। প্রায় ৫ ঘন্টা তল্লাশি করার পরে, ইডির টিম খালি হাতে ফিরে আসে। অন্যদিকে রুদ মাল আগরওয়ালের বাড়ি ও দোকানে হানা দেয় ইড়ির আর একটি দল। দলের সাথে থাকা সশস্ত্র বাহিনীর সদস্যদের বাড়ির বাইরে নজরদারি রাখতে দেখা গেছে।