গত নয় বছরে খেলাধুলায় অসাধারণ পরিবর্তন হয়েছে উত্তরপূর্বে : অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (হি.স.) : গত নয় বছরে খেলাধুলায় অসাধারণ পরিবর্তন হয়েছে উত্তর-পূর্বাঞ্চলে, জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

আজ লোকসভায় এক দৃষ্টি আকর্ষণীয় প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে খেলাধুলার প্রশংসনীয় বৃদ্ধি হয়েছে বলে দাবি করে তার ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি ‘লুক ইস্ট পলিসি’ থেকে ‘অ্যাক্ট ইস্ট পলিসি’-তে পরিবর্তিত করায় ওই অঞ্চলে ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে অভূতপূর্ব প্রেরণা দিয়েছে।

অনুরাগ বলেন, ‘অ্যাক্ট ইস্ট পলিসি’র অংশ হিসেবে উত্তর-পূর্বাঞ্চলের প্রতিটি জেলায় দুটি খেলো ইন্ডিয়া কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যা ক্রীড়া ক্ষেত্রকে আরও শক্তিশালী করবে এবং তরুণ ক্রীড়াবিদদের তাঁদের স্বপ্ন পূরণ করতে উৎসাহিত করবে। মন্ত্রী ঠাকুর বলেন, ইতিমধ্যেই উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ২২৭টি খেলো ইন্ডিয়া কেন্দ্র স্থাপন করা হয়েছে। এতে ক্রীড়া প্রতিভা বিকাশের জন্য অনুকূল পরিবেশ তৈরি করবে।

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী আরও বলেন, এখানেই থেমে নেই, সরকার বর্তমানে উত্তর-পূর্বাঞ্চলে ক্রীড়া পরিকাঠামো উন্নত করতে ৫২০ কোটি টাকার ক্রীড়া কার্যক্রম সম্পর্কিত ৭৫টি প্রকল্প হাতে নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *