করিমগঞ্জের কায়স্থগ্রামে উদ্ধার প্ৰায় ৭০ লক্ষ টাকার হেরোইন, আটক এক

করিমগঞ্জ (অসম), ৩ আগস্ট (হি.স.) : করিমগঞ্জ জেলার কায়স্থগ্রামে আজ বৃহস্পতিবার বিকাল প্রায় সাড়ে তিনটা নাগাদ বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে প্ৰায় ৭০ লক্ষ টাকা মূল্যের হেরোইন উদ্ধার হয়েছে।

৭৬৮ গ্রাম হেরোইন পাচারের অভিযোগে পাথারকান্দি থানাধীন জুড়বাড়ি হাতিরগুল গ্রামের জনৈক আবদুল রকিবের বছর ২৭-এর ছেলে সিফার উদ্দিনকে আটক করেছ বিএসএফ।
হেরোইন পাচারে ব্যবহৃত এএস ১০ জি ০২১৩ নম্বরের অল্টো কে–১০ মডেলের চার চাকার গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। বমাল সিফার উদ্দিনকে নিলামবাজার থানা কর্তপক্ষ সমঝে নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *