মুম্বই, ৩ আগস্ট (হি.স.): পোস্ট অফিসে আগুন লেগে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি ঘটেছে, মহারাষ্ট্রের অমরাবতী জেলায়।
মহারাষ্ট্রের অমরাবতী জেলায় অবস্থিত পোস্ট অফিসে আজ সকালে বিধ্বংসী আগুন লেগে যায়। ঘটনার ফলে পোস্ট অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অমরাবতীতে কালেক্টরেটের বিপরীতে পোস্ট অফিসে আজ সকাল ৬-টায় বিধ্বংসী আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনের শিখায় পোস্ট অফিসের গুরুত্বপূর্ণ তথ্য পুড়ে ছাই হয়ে যায়। এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ অনুধাবন করা যায়নি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ঘটনায় একটি মামলা রুজু হয়েছে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।