ত্রিপুরা সহ দেশের ৬টি রাজ্যের ইএমআরএস-এর অধ্যক্ষ, ইনচার্জ ও শিক্ষকদের নিয়ে কর্মশালা

আগরতলা, ২ আগস্ট : ত্রিপুরা সহ দেশের ৬টি রাজ্যের ইএমআরএস-এর অধ্যক্ষ, ইনচার্জ ও শিক্ষকদের নিয়ে বুধবার আগরতলায় কুঞ্জবনস্থিত সোনারতরী স্টেট গেস্ট হাউসের কনফারেন্স হলে এক প্রশিক্ষণ  কর্মশালার আয়োজন করা হয়েছে। আজ চারদিন ব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন রাজ্যের জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা।

এদিন তিনি বলেন, আগামী দিনে বিদ্যালয়গুলিকে কিভাবে উন্নত করা যায় সেই নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। তাছাড়া বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পুষ্টি ও মানসিক সুস্থতার বিভিন্ন বিষয় নিয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।