নাইন বুলেটস: ৭
নবোদয় সংঘ: ০
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট।। অপরাজিত চ্যাম্পিয়ন নাইন বুলেটস। বি-ডিভিশন লিগ ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে নাইন বুলেটস আগামী বছর প্রথম ডিভিশন লিগ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। পাশাপাশি সম সংখ্যক ম্যাচে, সম পরিমাণ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানের নিরিখে রানার্স খেতাব বিজয়ী ব্লাড মাউথ ক্লাবও আগামী বছর প্রথম ডিভিশনে খেলার যোগ্যতা মান পেয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত ঘরোয়া বি-ডিভিশন লিগ ফুটবলের অন্তিম ম্যাচে আজ, বুধবার নাইন বুলেটস ক্লাব ৭-০ গোলের বড় ব্যবধানে নবোদয় সংঘকে পরাজিত করে একদিকে যেমন অপরাজেয়র ধারা অব্যাহত রেখেছে, অপরদিকে চ্যাম্পিয়ন খেতাব ছিনিয়ে নিয়েছে। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথমার্ধে বিজয়ী দল ২-০ গোলে এগিয়ে ছিল। খেলার ১৫ মিনিটের মাথায় প্রথম গোল এম সি ভানলালুর পা থেকে ।৪৩ মিনিটের মাথায় দ্বিতীয় গোল জে লাল মুঙ্গার। পক্ষান্তরে নবোদয়ের ছেলেরা গোল পরিশোধের কোনও সুযোগই পায়নি। দ্বিতীয়ার্ধেও নাইন বুলেটস এর আক্রমণ ভাগের খেলোয়াড়রা যথেষ্ট প্রাধান্য বিস্তার করে খেলে এবং দ্বিতীয়ার্ধের ৯ মিনিট থেকে গোল অভিযান শুরু করে। খেলার ৫৪ ও ৬৭ মিনিটের মাথায় এস জে পিয়ারি ও এম সি ভান লালুর পরপর দুই গোলে ব্যবধান বেড়ে ৪-০ হয়। তবে খেলার শেষ দিকে পাঁচ মিনিটের মধ্যে লাল রাত লুয়াঙ্গা, কে বি সিংহা এবং জে লাল মুন আবার পরপর তিনটি গোল করলে চূড়ান্ত ব্যবধান ৭-০ হয়। দ্বিতীয়ার্ধেও নবোদয় সংঘের ছেলেরা গোল শোধের কোন ফুরসৎ পায়নি। তবে খেলায় অসদাচরনের জন্য রেফারি যথারীতি খেলার প্রথমার্ধে দুই দলের দুজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি আদিত্য দেববর্মা, বিশ্বজিৎ দাস, সত্যজিৎ দেব রায় ও তপন চন্দ্র দেবনাথ। খেলা শেষে মাঠে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে টুর্নামেন্টের বিজয়ী দলকে ট্রফি প্রদান করা হয়। অনুষ্ঠানে বিধায়ক অভিষেক দেবরায়, আগরতলা পুর নিগমের উত্তর জোনের চেয়ারম্যান তথা কর্পোরেটর প্রদীপ চন্দ, ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পেট্রন রতন সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। পৌরহিত্য করেন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার। টুর্নামেন্ট সাফল্যমন্ডিতভাবে শেষ হওয়ায় টিএফএ এবং ত্রিপুরা রেফারিস এসোসিয়েশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।

