নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের বছর বাঁচাও পরীক্ষা বুধবার থেকে শুরু হয়েছে। বুধবার নেতাজী সুভাষ বিদ্যানিকেতনে উচ্চ মাধ্যমিকের ৪২ জন এবং মাধ্যমিকের ১২ জন ছাত্র ছাত্রীরা বছর বাঁচাও পরীক্ষা দিচ্ছে।নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বর্ণালী মজুমদার জানিয়েছেন, যেসব ছাত্র ছাত্রীরা পরীক্ষায় পাশ করতে পারেনি তারা পুনরায় বছর বাঁচাও প্রক্রিয়ার সহায়তায় পরবর্তী ধাপে অগ্রসর হতে পারবে।প্রথম দিনে ইংরেজি বিষয়ের পরীক্ষা দিয়ে শুরু হয়েছে বছর বাঁচাও পরীক্ষা।
2023-08-02

