ভারত-বাংলাদেশ সীমান্তে এক বাংলাদেশি নাগরিকসহ আটক তিন

উত্তর দিনাজপুর, ২ আগস্ট (হি. স.) : উত্তর দিনাজপুরের ভারত-বাংলাদেশ সীমান্তের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি নাগরিকসহ তিনজনকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার বিএসএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রথমে কিশানগঞ্জ সেক্টরের কোয়ালিগড়ের ৭২ ব্যাটালিয়নের বর্ডার আউট পোস্টের বিএসএফ জওয়ানরা চোরাচালানের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে। ধৃত ভারতীয় নাগরিকদের নাম সুর আলম (৪০) ও মোখতার আলম (৩২)। গোপনে নিষিদ্ধ কাশির সিরাপ বাইকে নিয়ে যাওয়ার সময় ধরা পড়েন দুজন। তল্লাশি চালিয়ে ৫০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ, দুটি মোবাইল, ১৯০টি ভারতীয় মুদ্রা এবং দুটি বাইক বাজেয়াপ্ত করে বিএসএফ জওয়ানরা । ধৃত উভয় ভারতীয় নাগরিককে বাজেয়াপ্ত জিনিসপত্রসহ গোয়ালপোখর থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, কোচবিহার জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে মোতায়েন উত্তরবঙ্গ সীমান্তের জলপাইগুড়ি সেক্টরের অধীনে বিওপি সিংপাড়ার সীমান্ত জওয়ানরা একটি গোপন তথ্যের ভিত্তিতে একজন বাংলাদেশী নাগরিক মোহাম্মদ লিটনকে (৪৫) আটক করেছে। ভারত থেকে বাংলাদেশে গরু পাচার করতে গিয়ে গরুসহ ধরা পড়েছেন ওই বাংলাদেশি নাগরিক। আটক বাংলাদেশী নাগরিককে বাজেয়াপ্ত গরুসহ কুচলীবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।