ঘাটাল, ২ আগস্ট (হি. স.) : পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অন্তর্গত চন্দ্রকোনা রাজ্য সড়কের জলসারা এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন স্কুল শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে চন্দ্রকোনা থেকে একটি খালি ইঞ্জিনচালিত ট্রলি ঘাটালের দিকে আসছিল। সেই সময় ঘাটালের জলসাড়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ইঞ্জিন ট্রলির স্টিয়ারিং বিচ্ছিন্ন হয়ে যায়। ইঞ্জিনের ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ছাত্র ও মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
স্থানীয় বাসিন্দারা আহতদের ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিন ট্রলিটি বাজেয়াপ্ত করে। ইঞ্জিন ট্রলির চালককে খুঁজছে পুলিশ।

